জাতীয়

বাংলাদেশ-ভারত বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সফররত ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিমানবাহিনী সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ভারতীয় বিমানবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া, তারা বাংলাদেশ ও ভারতের বিমানবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button