রাজনীতি

আইজিপির আশ্বাসে ‘আশ্বস্ত’ বিএনপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পুলিশপ্রধানের আশ্বাসে বিএনপির প্রতিনিধিদল ‘আশ্বস্ত’ হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পুলিশ সদর দফতরে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে আইজিপির বৈঠক অনুষ্ঠিত হয়।

আধা ঘণ্টার বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ‘আজকে পুলিশপ্রধানের সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়েছি।’

তিনি বলেন, ‘যেহেতু করোনাকাল তাই স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখল কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন।’

Related Articles

Leave a Reply

Back to top button