খেলা

রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি: তামিমা

জাতীয় দলের ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তামিমা জানিয়েছে, সাবেক স্বামী রাবিককে তালাক দিয়েই জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তামিমা।

তামিমা বলেন, ২০১৭ সালে রাকিবকে তালাক দেই। রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে। এছাড়া রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা।

সংবাদ সম্মেলনে নাসির বলেন, আমি না হয় জাতীয় দলের খেলোয়ার ঠিক আছে। আমাকে মানুষ ভালোবাসে আবার গালিও দেয়। সেটা আমি মেনে নিতে পারি। কিন্তু তামিমা এই কালচারের না। ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো ওকে নিয়ে যেসব কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার হেডলাইনে যেসব কথাবার্তা হচ্ছে, আমার মনে হয় না এসব ভালোভাবে নিতে পারতেছে। আমি এক সেকেন্ডের জন্যও তামিমার থেকে আলাদা হইনি। কারণ আমার এখন ভয় লাগছে ও যেকোনও একটা রঙ ডিসিশন নিতে পারে।

নাছির আরও বলেন, সে তো এখন আমার স্ত্রী। আমার স্ত্রীর বিরুদ্ধে রাকিব সাহেব বা যে কেউ বাজে কথা বললে আমি আইনি ব্যবস্থা নিবো।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। কাজ করে একটি বিদেশে এয়ারলাইন্সে।

রাকিব হাসান নামের এক ব্যক্তি তামিমার স্বামী পরিচয় দিয়ে তাকে ডিভোর্স না দিয়ে তামিমা আবার বিয়ে করেছেন বলে অভিযোগ করেছেন।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন রাকিব। থানায় তামিমার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা ও তার আট বছরের একটি মেয়ে আছে বলেও জানান।

Related Articles

Leave a Reply

Back to top button