খেলা
ঘরের মাঠে হারলো পিএসজি।
লিগ ওয়ানে ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। নবাগত রেমসের কাছে ২-০ গোলে হেরেছে তারা।
টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেলো পিএসজি। ইনজুরির কারণে রেমসের বিপক্ষে মাঠে নামেননি এমবাপে ও কাভানি। ম্যাচের ২৯ মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের বোকা বানিয়ে এগিয়ে যায় রেমস। কর্ণার থেকে হেডে বল জালে জড়ান কামারা। এরপর ম্যাচের যোগকরা সময়ে ফরাসি স্ট্রাইকার দিয়া দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন।
এই হারের পরও ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরেই আছে পিএসজি।