জেলার খবর
খুলনায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত।
খুলনার ডুমুরিয়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ র্যাব-সদস্য।
র্যাব জানায়, ধানিবুনিয়া এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় মাদক কারবারিরা র্যাবের উপর গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে বিকাশ নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে র্যাব। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। নিহতের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ২০টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে র্যাব।