স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার নামে দুর্নীতির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ।তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ২৬ তারিখ রাত ১১.২২ টায়। ফিরোজ মারা গেছে ২৭ তারিখ রাত ৯.১০ মিনিটে (ডাক্তারের ভাষ্যমতে)।

২২ ঘন্টার ও কম সময়ে বিল আসছে ১লক্ষ ৮৬ হাজার টাকা। এই বিল নিয়ে আপত্তি তুলেছেন তার স্বজনরা। তারা বলছেন, রক্তের ক্রসম্যাচ দেখানো হয়েছে সেটা হয় নি ।

ওষুধ বাবদ দেখানো হয়েছে ৩২ হাজার টাকা অথচ ডাক্তার বললো স্যালাইনের কথা ও ঢাকা মেডিকেলের নরমাল কিছু ওষুধের কথা যেটা সর্বোচ্চ ৫০০ টাকা হতে পারে।পরীক্ষা না করিয়েই টাকা, বেড ভাড়া দুইদিনের যেখানে হোটেলের মতো চেক আউট সিস্টেম এ্যাপ্লাই করা হয়েছে। স্কয়ার হাসপাতাল চিকিৎসার নামে বানিজ্য ও দুর্নীতি করছে অভিযোগ করে হাসপাতালের বিরূদ্ধে মামলা করার ঘোষণা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিবার্তা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি।