ক্রীড়াঙ্গন
লা লিগায় হারলো বার্সা

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে গ্রানাডা।নিজেদের মাঠে খেলার দ্বিতীয় মিনিটেই লিড পায় দলটি। গ্রানাডার হয়ে প্রথম গোলটি করেন মিডফিল্ডার র্যামন। পিছিয়ে পড়ে নিজেদের যেন পুরোপুরি হারিয়ে ফেলে কাতালানরা। দ্বিতীয়ার্ধে অধিনায়ক লিওনেল মেসিকে পেয়ে স্বরুপে ফেরার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয় বার্সার ফরোয়ার্ডরা। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গ্রানাডার হয়ে দ্বিতীয় গোলটি করেন উইঙ্গার আলভারো ভাদিয়ো। আর এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে জায়গা করে নেয় দলটি। আর ৭ পয়েন্টে টেবিলের ৭ নম্বরে রয়েছে বার্সা।