খেলা

প্রত্যাবর্তনের ম্যাচে শুরুতেই বৃষ্টির হানা

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। মাঠে ফেরার কিছুক্ষণ পরই বৃষ্টির হানায় বন্ধ রয়েছে ম্যাচ। খেলা হয়েছে মাত্র ৩.৩ ওভার।

এর আগে টস জিতে বল করতে নেমে শুভ সূচনা করে টাইগারা। মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন  সুনিল অ্যামরিজ। কিছু বুঝে উঠার আগেই এলবি ডব্লিউ’র ফাঁদে পরে প্যাভেলিয়নে ফেরেন ক্যারিবীয় এই ক্রিকেটার।

এর আগে টস করতে নেমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল খান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হয় ম্যাচটি। টি স্পোর্টস, নাগরিক টিভি ও বিটিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এই ম্যাচে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনিংয়ে অধিনায়কের সঙ্গী হচ্ছেন লিটন কুমার দাস।

ওয়ান ডাউনে নামবেন নাজমুল হোসেন শান্ত। চারে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর যথাক্রমে ব্যাট করবেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button