আন্তর্জাতিক

মসজিদে ডিজে পার্টি করায় ফিলিস্তিনি শীর্ষ ডিজে গ্রেফতার

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত নবী মুসা (আ.) মসজিদে ডিজে পার্টি করার অভিযোগে ফিলিস্তিনের শীর্ষ  ডিজে তারকা সামা আব্দুল হাদিকে গ্রেফতার করেছে। এদিকে ডিজে পার্টি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্যান্স পার্টির আয়োজকরা একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, কয়েকজন তরুণ-তরুণী ‘নবী মুসা মসজিদের’ ভেতরে উচ্চ আওয়াজে সুরে গান গাইছে ও নাচছে। আর পশ্চিমা সঙ্গিতের তালে তালে পরিবেশন করা হচ্ছে মদ।

স্থানীয় সময় শনিবার রাতে ওই মসজিদটিতে ড্যান্স পার্টির আয়োজন করে কয়েকজন তরুণ-তরুণী। পরে ফিলিস্তিনি আইন-শৃঙ্খলা বাহিনী হাদিসহ আরো তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই ডিজেকে ১৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button