জাতীয়

প্রথম ধাপে ২৫ লাখ মানুষ টিকা পাবে: সেব্রিনা ফ্লোরা

প্রথম ধাপে দেশে ২৫ লাখ মানুষকে নভেল করোনা ভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, ষাটোর্ধ্ব বয়সী আগে টিকা পাবেন। প্রাথমিকভাবে ৫১ লাখ মানুষকে টিকা দেয়া হবে। আমরা ৫০ লাখ জনগণের টিকা পাবো। প্রথম ৫০ লাখ টিকা ২ ডোজ করে ২৫ লাখ মানুষকে দেয়া হবে। ৬ মাসে ৩ কোটি ডোজ টিকা প্রয়োগ করা সম্ভব হবে।’

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘টিকা নিয়ে আন্তর্জাতিক জোট গ্যাভির কাজ থেকে পৌনে ৭ কোটি টিকা জুনের মধ্যে চলে আসবে। দেশের অধিকাংশ মানুষকে টিকা নিশ্চিত করতে পারি, এ নিয়ে কাজ করছি।’

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আরও বলেন, ‘হার্ড ইউমিনিটি আনতে দেশে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষকে টিকা দান নিশ্চিত করতে হবে। এ কথা সত্যি যে, কোনও ভ্যাকসিনের এখনও শতভাগ ফলাফল আসেনি। আমরা প্রস্তুতি ও পরিকল্পনা রেখেছি। ভ্যাকসিনের কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button