খেলা

বঙ্গবন্ধু ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট শুরু আজ

দেশে প্রথমবারের মতো প্রায় দেড়শ’জন শাটলারদের অংশগ্রহনে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ রবিবার (২০ ‍ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

শনিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেক। এ সময় সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারসহ ফেডারেশেনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টে পাঁচটি ইভেন্টে ১১৩ জন পুরুষ ও ২৯ জন নারী শাটলার লড়বেন। পুরুষ ও নারী সিঙ্গেলস, ডাবলস ও মিক্সড ডাবলসের পাঁচ ইভেন্টের এ টুর্নামেন্টের প্রাইজমানি চার লাখ টাকা। এছাড়া অংশ গ্রহণকারী সকল খেলোয়াড়কে দেয়া হবে খেলার সরঞ্জাম।

Related Articles

Leave a Reply

Back to top button