প্রবাসে বাংলা
আধুনিক পোষাকে সৌদি নারী।

সৌদি আরবের রাজপথে পাশ্চাত্য ধাঁচের পোশাক পরে চলাচল করে আলোড়ন সৃষ্টি করেছেন কয়েকজন নারী।
সম্প্রতি রিয়াদের শপিং মলে খোলা চুলে, হাইহিল, জিন্স, জ্যাকেট পরে ঘুরে বেড়িয়েছেন মাশায়েল আল জালোদ নামের এক নারী। পোশাকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার এ হেঁটে চলা শুধু সৌদি আরবে নয় আলোড়ন তুলেছে বিশ্ব জুড়ে।
একইভাবে চলাফেরা করা আরেকজন মানাহেল আল ওতাইবিকে এরিমধ্যে বিদ্রোহী সৌদি নারী হিসেবে তুলে ধরেছে পাশ্চত্য গণমাধ্যমগুলো। এই দুই নারী জানিয়েছেন, স্বাধীনভাবে বাঁচতে চান তারা। সাম্প্রতিক সময়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নারীর ক্ষমতায়নের বিভিন্ন পদক্ষেপ সাহসী করে তুলেছে তাদের।