অর্থ বাণিজ্যআন্তর্জাতিকজাতীয়

ভারতের বাজারে শুন্য শুল্কে রপ্তানী দ্বিপাক্ষিক সম্পর্কের এক অনন্য নজির; মত ব্যবসায়ীদের

প্রতিবেদক: শামীমা দোলা

ভারতে ৪৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের এক অনন্য নজির বলে মনে করছে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা। তাদের মত, দুই দেশের ব্যবসায়ীরা তা কাজে লাগাতে পারলে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেক বেড়ে যেত।

২০১১ সালে ভারতের বাজারে ৪৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধার ঘোষণা দেয় ভারত সরকার। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, সাধারণত দেশী শিল্পকে সুরক্ষা দিতে বিদেশ থেকে পণ্য আমদানীতে উচ্চ শুল্ক আরোপ করা হয়। কিন্তু ভারত ২০১১ সালে বাংলাদেশ থেকে পণ্য আমদানীতে শুল্কমুক্ত সুবিধা দেয়। এতে ভারতীয় কোন কোম্পানী যদি তার পণ্য নিজ দেশে উ৭পাদন করে তাকে নানা কর দিয়ে বাজারজাত করতে হবে, তাতে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। যদি ভারতীয় কোম্পানি বাংলাদেশে কমপক্ষে ৩০ ভাগ বা পুরো উৎপাদন করে তা আবার ভারতে রপ্তানী করে তাহলে শুল্কমুক্ত সুবিধায় ভারতের বাজারে প্রবেশ করতে পারবে। এতে উৎপাদন ব্যয় কমবে এবং মুনাফা বাড়বে। বাংলাদেশের প্রতি ভাতৃপ্রতীম দেশ ভারতের এটি অনেক বড় উদারতা। দ্বিপাক্ষিক সম্পর্কে এর চেয়ে উদারতা আর কি কী হতে পারে?

ভারতের বাজারে শুন্য শুল্কে রপ্তানী দ্বিপাক্ষিক সম্পর্কের এক অনন্য নজির:

বাংলাদেশের প্রতি ভ্রাতৃপ্রতিম দেশ ভারতের অনেক বড় উদারতা। দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে উদারতা আর কি কি হতে পারে। ২০২৬ সাল পর্যন্ত এই সুবিধা পাবে বাংলাদেশ। এই সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশ ভারতের বাণিজ্য অনেক বেড়ে যাবে বলে মনে করেন তিনি।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যনুযায়ী, পার্শ্ববর্তী দেশ ভারতে গত ২০১৮-১৯ অর্থবছরে ৪৯ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। | ২০১১ সালে ভারত বাংলাদেশকে অস্ত্র ও মাদক বাদে সব পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেয়। যদিও সেই সুবিধা খুব বেশি কাজে লাগাতে পারছিলেন না বাংলাদেশের রপ্তানিকারকেরা। ২০১১ সালের দিকে বাংলাদেশের বেশ কিছু কারখানার কাছ থেকে পোশাক নিয়ে টাকা দেয়নি ভারতীয় কোম্পানি লিলিপুট। সে জন্য বেশ কয়েক বছর পোশাক রপ্তানিতে ভাটা পড়ে। কিন্তু গত কয়েক বছরে ভারতের বিভিন্ন শহরে পোশাকের নামীদামি বিদেশি অনেক ব্র্যান্ড বিক্রয়কেন্দ্র খোলায় তাতে পোশাক রপ্তানি বৃদ্ধি পায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ম্যাকেঞ্জি অ্যান্ড কোম্পানির এক প্রতিবেদনে ২০১৯ সালে বলা হয়েছিল, দুই বছরের মধ্যে ৩০০টি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ভারতে বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা করছে। কারণ, দেশটির মধ্যবিত্ত শ্রেণি গড়ে ১৯ শতাংশ হারে বাড়বে, যা কিনা চীন, ব্রাজিল ও মেক্সিকোর তুলনায় দ্রুত। ২০২২ সালে ভারতের কাপড়ের বাজার হবে ৫ হাজার ৯০০ কোটি ডলারের। জানতে চাইলে আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘বৈশ্বিক ব্র্যান্ডগুলো এশিয়ায় সিঙ্গাপুর, হংকং ও কোরিয়ার পর ভারতকে সম্ভাবনাময় মনে করছে। যদিও করোনার কারণে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ভারতে বিক্রয়কেন্দ্র খোলার ক্ষেত্রে ধীরে এগোচ্ছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই তারা বিনিয়োগ করবে। যেহেতু ব্র্যান্ডগুলোর সঙ্গে আমরা দীর্ঘদিন ব্যবসা করছি, ফলে আমাদের সুযোগ থাকবে। তা ছাড়া বিদেশ থেকে কাপড় আমদানি করে সেখানকার স্থানীয় বাজারের জন্য পোশাক উৎপাদনে অনেক শুল্ক দিতে হয়। সে কারণে বাংলাদেশ থেকে শুল্কমুক্ত সুবিধায় ভালো মানের শার্ট, স্যুট ও প্যান্ট বেশি আমদানি করছে ভারতের স্থানীয় ব্র্যান্ডগুলো।’ সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ। সেটি হলে অন্যান্য দেশের মতো ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে না। সেই সময় পণ্য রপ্তানির ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখতে করণীয় বিষয়ে আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘দেশটির সঙ্গে আমাদের মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করতে হবে। সে জন্য এখন থেকেই সরকারি পর্যায়ে দেনদরবার করা প্রয়োজন।’ এই সুবিধা ভারত সরকার আরো বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button