খেলা

ইনজুরি কারনে রাহির বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ হচ্ছেনা

ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে সরে যেতে হলো ফরচুন বরিশালের পেসার আবু জায়েদ রাহিকে। পায়ের পেশিতে ‘ফার্স্ট ডিগ্রি টিয়ার’ ইনজুরিতে পড়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্ক্যান করার কথা রয়েছে আবু জায়েদের। এর পর বিস্তারিত জানা যাবে।

ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না।

বুধবার (০৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বরিশালের ফিজিও জয় বিশ্বাস। তিনি জানিয়েছেন রাহির পুরো ফিট হয়ে মাঠে ফিরতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে।

মঙ্গলবার ফরচুন বরিশালের বোলিং ইনিংসের ৯ম ওভারের দ্বিতীয় বলটি করার সময় পপিং ক্রিজের সামান্য আগে আসতেই তিনি তার গতি কমিয়ে থেমে যান এবং বাম পায়ের হাঁটু চেপে ধরেন। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন। দলের ফিজিও এসে কিছুক্ষণ তাকে সেবাও করেন। তবে হাটতে না পারায় শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়।

Related Articles

Leave a Reply

Back to top button