রাজনীতি

বাংলাদেশ আওয়ামী লীগ ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী লীগ ফেনী জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত দলীয় ফান্ডে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়েছে ।

বুধবার ফেনী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ধানমন্ডি দলীয় কার্যালয় থেকে উপদপ্তর সম্পাদক সায়েম কানের কাছ থেকে অনুমোদনের কপি সংগ্রহ করেন । ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপিসহ এ সময় দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুমোদিত কমিটিতে সভাপ্রাপ্ত হলেন এডভোকেট হাফিজ আহমেদ, সাধারণ সম্পাদক হলেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি । এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দাগনভূঞা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ও সহ সভাপতি পদে আলহাজ্ব শেখ আবদুল্লাহর নাম রয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে কে কোন পদে রয়েছে তা জেলা আওয়ামী লীগের সভায় ঘোষণা করা হবে বলে জানা গেছে । তবে ইতিমধ্যেই প্রকাশ পাওয়ায় ফেনী ১ আসনের আওয়ামী পরিবার ও সাধারণ জনগণ শেখ আবদুল্লাহর নাম সহ সভাপতি পদে থাকায় এমপি ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button