রাজকূট
ঘাটতি মেটাতে টোল বসাচ্ছে সরকার: ড. মোশাররফ

দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি বলেন, সরকারের কোন কথা জনগন এখন আর বিশ্বাস করেনা।
তিনি অভিযোগ করেন, লাগামহীন লুটপাটের ঘাটতি মেটাতে মহাসড়কে টোল বসাতে চায় সরকার। আদালতের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল বন্ধ করে আওয়ামী লীগ গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই নেতা।