ক্রীড়াঙ্গন
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে কাল মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ।

কাল শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ম্যাচের আগের দিন মিরপুরে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে দুদল। এরআগে, প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে জয় পেয়েছে সফরকারীরা। তাইতো সিরিজ শুরুর আগে দলটি বেশ আত্মবিশ্বাসী। সাম্প্রতিক ফর্ম ও অবস্থান বিবেচনায় জিম্বাবুয়ের চেয়ে অনেকটা এগিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে, মাঠের লড়াইয়ে নিজেদেরকে খুব একটা পিছিয়ে রাখছেন না জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মসাকাদজা। ঘরের মাঠে বাড়তি সুযোগ কাজে লাগিয়ে সিরিজ নিজেদের করে রাখতে চায় বাংলাদেশ।