খেলা

দুর্বল জিম্বুয়ের কাছেও হারলো বোর্ড একাদশ।

আফগানিস্তানের কাছে টেস্ট হারের ক্ষত এখনো শুকায়নি। আজ ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে প্রমাণ দিল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের পাশাপাশি তারাও বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে বিসিবি একাদশকে হারিয়েছে জিম্বাবুয়ে।
বিসিবি একাদশের হয়ে খেলেছেন মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান তোলে বিসিবি একাদশ। তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখেই সহজেই জিতে গেছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলর ৪৪ বলে ৫৭ রানের হার না মানা ইনিংস খেলেছেন। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ২৩ বলে করেছেন ৩১। আর শেষ দিকে ২৮ বলে অপরাজিত ৪৬ রানের ঝোড়ো ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন টিমিকেন মারুমা।

ব্যাট হাতে বোর্ড একাদশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স আহামরি কিছুই ছিলো না। বোলাররাও ব্যর্থ। কেবল আফিফই ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। বাকি সবাই উদারহস্তে রান বিলিয়েছেন। সাইফউদ্দিন ৩ ওভারে ২০ রান খরচা করেও উইকেট পাননি।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস এসেছে সাব্বিরের ব্যাট থেকে। এ জন্য ৩১ বল খেলেছেন তিনি। মুশফিক করেছেন ২৬ বলে ২৬। তবে শুরু ভালো হলেও ধরে রাখা যায়নি। ১৪ বলে ২৩ রান করে ১৬০-এর ওপরে স্ট্রাইক রেট ধরে রেখেছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। অধিনায়ক সাইফের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩১। বিসিবি একাদশের কোনো ব্যাটসম্যানই ঝোড়ো গতির বড় কোনো জুটি গড়তে না পারায় জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানাতে পারেনি।।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য দল রশিদ খানের আফগানিস্তান।

Related Articles

Leave a Reply

Back to top button