করোনাজাতীয়

মাধ্যমিক পর্যন্ত পরীক্ষায় নয়, ভর্তি এবার লটারিতে

চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সরকার-বেসরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ভর্তির বিষয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লাস্টারভিত্তিক ভর্তির ক্ষেত্রে লটারিতে শিক্ষার্থীরা ৫টি স্কুলে আবেদন করতে পারবে।’

তিনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে প্রতিবছরে মতো এবার ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। এজন্য বিকল্প পদ্ধতি নিয়ে ভেবেছি। অবশেষে তিনটি বিকল্প প্রক্রিয়া নিয়ে ভেবেছিলাম। এরমধ্যে স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভাবলেও করোনার এই সময়ে এটি করতে চাইনি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘সব শিক্ষার্থীর পক্ষে করোনার ঝুঁকি নিয়ে সশরীরে ভর্তি পরীক্ষা দেয়া সম্ভবও হবে না। তাই লটারির মাধ্যমে স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেই।’

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির সামগ্রিক প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Related Articles

Leave a Reply

Back to top button