আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নামাজরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫

সন্ত্রাসীদের গুলিতে নাইজেরিয়ার একটি মসজিদে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের ওই মসজিদটিতে নামাজরত অবস্থায় অতর্কিত এ হামলা চালায় অস্ত্রধারীরা। পরে মসজিদের ইমামসহ ৪০ জনকে তুলে নিয়ে যান তারা। খবর এএফপি’র।

রবিবার (২২ নভেম্বর) মসজিদের ইমামের পেছনে নামাজের জন্য দাঁড়িয়েছিলেন প্রায় ৪০ জন। ওই মুহূর্তে গুলি চালায় হামলাকারীরা।

এ তথ্যটি নিশ্চিত করেছেন জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মেদ সেহু।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মোটরসাইকেলে গবাদিপশু চোরেরা এসে হঠাৎ মুসলমানদের জামাতে গুলি চালায়। ওই এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সন্ত্রাসীরা এ হামলার সুযোগ পান।

Related Articles

Leave a Reply

Back to top button