জাতীয়

ইউএনও ওয়াহিদা হত্যাচেষ্টা: অভিযোগপত্র গ্রহণ আদালতে

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে চাঞ্চল্যকর এ মামলায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালতে উপস্থাপন করা হয়।

আগামী ৪ জানুয়ারি ৪ আসামিকে অব্যাহতির আবেদনের বিষয় ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত।

এর আগে গতকাল রবিবার (২২ নভেম্বর) এ মামলায় তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. ইমাম জাফর আসামি রবিউলকে অভিযুক্ত করে আদালত অভিযোগপত্র পেশ করেন। মামলায় গ্রেফতার অপর ৪ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে।

এর আগে গেল ২০ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে রবিউলকে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানিতে আদালতের কাছে হামলার দায় স্বীকার করেন।

গত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা মই বেয়ে ইউএনও ওয়াহিদার সরকারি বাসায় ঢুকে এবং ভেন্টিলেটর ভেঙে ইউএনওর রুমে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত শুরু করে। একসময় ইউএনও’র চিৎকার শুনে তার মুক্তিযোদ্ধা বাবা পাশের রুম থেকে ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে।

Related Articles

Leave a Reply

Back to top button