জেলার খবর

ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার ১২ নং চাঁদপুর ইউনিয়নে সরকারী রাস্তা থেকে বড় একটি শিশু গাছ কাটার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান সামছুন্নাহারের বিরুদ্ধে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এই গাছ কাটা হয়। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজাকে ফোন করে জানালে তিনি স্থানীয় তশিলদার শাজাহানের মাধ্যমে গাছকাটার কাজ বন্ধ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা বলেন, খবর পেয়ে গাছটি জব্দ করেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর ৯নং ওয়ার্ডের মেম্বার আশরাফ আলি জানান, আমি পরিষদে থাকা অবস্থায় গাছ কাটার খবর পেয়ে এখানে এসে গাছের কাছে কাউকে পাইনি ।

এ বিষয়ে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান সামছুন্নাহার বলেন, রাস্তার গাছ মরে গেছে, তাই আমি কেটে পরিষদের সামনে আপাতত রাখতে চেয়েছিলাম।

Related Articles

Leave a Reply

Back to top button