আন্তর্জাতিক

তিনি জিতেছেন, তবে নির্বাচনে জালিয়াতি করে: ট্রাম্প

`তিনি জিতেছেন, তবে নির্বাচনে জালিয়াতি করে” রবিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে এক টুইট বার্তায় বাইডেনের নাম উল্লেখ না করে  এমন টুইট করেন ট্রাম্প ।

টুইট বার্তায় ট্রাম্প দাবি করেন, নির্বাচনে কোনো নির্বাচনী পর্যবেক্ষক ছিল না। ভোট গণনা করেছে কট্টর বামপন্থী ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠান ডমিনিয়ন, যাদের বিরুদ্ধে অনেক দুর্নাম রয়েছে। তাদের সরঞ্জামগুলো খুবই বাজে, যা টেক্সাসের ভোট গণনার জন্যেও যথাযথ ছিল না।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘‌‌জো বাইডেনকে অন্যায়ভাবে জিতিয়ে দিতে ভুয়া মিডিয়া ভূমিকা রেখেছে। আমি কিছুই মানি না।’

প্রসঙ্গত, ফলাফলে ইতোমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজে জয় পেয়েছেন। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।

তবে এখনও সরকারিভাবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হয়নি।

 

Related Articles

Leave a Reply

Back to top button