রাজকূট
বিএনপিকে স্বাগত জানালেন ওবায়দুল কাদের।

রংপুর -৩ উপনির্বাচনে বিএনপি অংশগ্রহন করায় স্বাগত জানিয়েছেন আোয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের বলেন, রংপুরের উপনির্বাচন অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন নিরপেক্ষ করতে কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোনো মহাসড়ক তৈরি করেনি তাই টোল সম্পর্কে তাদের কোন ধারনা নেই।
সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মহাসড়কে টোল আদায় করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোল আদায়ের এই নির্দেশের সমালোচনা করে বিএনপি। বিএনপির এই সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই জবাব দেন।