আওয়ামী লীগের ১৫০ নেতা পাচ্ছন শোক’জ নোটিশ।
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতা দেড়শ’ জনের তালিকা করেছে আওয়ামী লীগ। তাদের সবা্কেই শোকজ করা হবে। কাল রোববার থেকে এই শোকজ নোটিশ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হবে।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠক শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সিদ্ধান্তটি আগেরই, এখন কার্যকর করা হচ্ছে। শৃঙ্খলার প্রশ্নে কোনো শৈথিল্য দেখানো হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জ্যেষ্ঠ নেতা, কেন্দ্রীয় নেতা বা সাংসদ-মন্ত্রী যারা বিদ্রোহী হতে মদদ দিয়েছেন তাঁদেরও শোকজ করা হবে।
জাতীয় পার্টির চলমান দ্বন্দ্ব নিয়েও ওবায়দুল কাদের বলেন, দলটি ভাঙনের মুখে পড়ুক আওয়ামী লীগ তা চায় না।
বালিশ ও পর্দা নিয়ে কিছু লোক দুর্নীতি করলেও বিএনপি-জামাত জোটের মত এই সরকারের আমলে কোন হাওয়া ভবন তৈরি হয়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।