রাজনীতি

ভাঙলো ছাত্র অধিকার পরিষদ, ভিপি নুর-রাশেদ ‘অবাঞ্চিত’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খানকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করে ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

তবে পূর্বের ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামেই তারা নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

গেল ২০ অক্টোবর রাতে সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী। লালবাগ থানায় দায়ের করা ওই মামলায় হাসান আল মামুনকে প্রধান আসামি করা হয়। মামলার অভিযোগে ভিপি নুরসহ অপর ৫ আসামিকে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে উল্লেখ করা হয়।

এরপরই ওই ঢাবি ছাত্রী আরও দুটি মামলা করেন। ওই দুটি মামলাতেও ভিপি নুরকে আসামি করা হয়।

সবশেষ গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ভিপি নুরের বিরুদ্ধে ওই ঢাবি ছাত্রী ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে নুর তার ফেসবুক আইডি থেকে বাদীকে ‘চরিত্রহীন’ আখ্যা দিয়ে স্ট্যাটাস দেন বলে উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button