খেলা

বাংলাদেশে আসছে পাকিস্তান

আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফিউচার ট্যুর প্লান প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশের মাটিতে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা রয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সূচি পাকিস্তানের ক্রিকেট সূচি প্রকাশ করেছে। সব শেষ পাকিস্তান দল ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সেই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আজহার আলীর নেতৃত্বাধীন দলটি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ৩২৮ রানের বড় ব্যবধানে জয় পায় মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলে আসে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই টেস্টে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। তার আগে জানুয়ারিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলতে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে পাকিস্তান সফর করেছিল তামিম-মুশফিকরা।

Related Articles

Leave a Reply

Back to top button