রাজনীতি

বেড়া উপজেলার উপ-নির্বাচনে লড়তে চান সাবেক ছাত্রনেতা প্রবীর গোস্বামী বাবু

পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক ছাত্রনেতা প্রবীর গোস্বামী বাবু। বাংলাদেশ ছাত্রলীগের এই সাবেক কেন্দ্রীয় নেতা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগও শুরু করছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শুণ্য হয়। প্রবীর গোস্বামী বাবু উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী।

প্রার্থীতা ঘোষণা করে প্রবীর গোস্বামী ভোটারদের সহযোগিতা প্রত্যাশা করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে বেড়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন ক্রার্যক্রমের মূল স্রোতে বেড়াকে সম্পৃক্ত করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রবীর গোস্বামী বাবু আরো জানান, তিনি নির্বাচিত হলে যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজকে গতিশীল করবেন।

এছাড়াও তার পরিকল্পনার মধ্যে রয়েছে:
১। বেড়া উপজেলাবাসী যার যার উন্নয়ন ভাবনা তুলে ধরবেন। সে অনুযায়ী তিনি ব্যবস্থা নিবেন।
২। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল করার উদ্যোগ নেয়া হবে।
৩। উল্লাপাড়া থেকে শাহজাদপুর-বেড়া হয়ে নগরবাড়ি পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পণা বাস্তবায়ন করায় ভূমিকা রাখবেন।
৪। নগরবাড়িতে বিশ্বমানের আধুনিক নৌ-বন্দর গড়ে তোলায় উদ্যোগ নিবেন।
৫। বেড়া উপজেলায় টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠা।
৬। নগরবাড়ি থেকে বাঘাবাড়ি নদীপথ ড্রেজিং করে নৌ-চ্যানেল সারা বছরের জন্য সচল রাখা।
৭। বেড়া উপজেলার ডেইরি ও তাঁত শিল্পের আধুনিকায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে খামার মালিক ও তাঁতীদের জীবনমানের উন্নয়ন ঘটানো।

Related Articles

Leave a Reply

Back to top button