
আন্তর্জাতিকজাতীয়
বাংলাদেশে ভারতের ১৭তম হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
ভারতের ১৭তম হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিয়োগ পেলেন বিক্রম দোরাইস্বামী। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিসিক্ত হবেন।
আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পেশাদার এই কূটনীতিক তাঁর নতুন কর্মস্থলে যাবেন বলে নয়াদিল্লির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দোরাইস্বামী দিল্লি ইউনিভার্সিটি থেকে ইতিহাসে সর্বোচ্চ ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯২ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে (আইএফএস) যোগ দেন।
বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ে তাঁর পদমর্যাদা অতিরিক্ত সচিব। ইতিপূর্বে তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের বাংলাদেশ-মিয়ানমার ডেস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।



