আন্তর্জাতিকজাতীয়

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্যান্ট সেক্রেটারি লরা স্টোন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ইন্দো-প্যাসিফিক ভিশনের আওতায় আরও ঘনিষ্টভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ওয়েবিনারে তিনি বলেন, ‘বাংলাদেশ ছোট কোনও দেশ নয় এবং দেশটির প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে চাই। ’

স্টোন বলেন, ‘ বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র।’

চীনকে আটকানোর জন্য ইন্দো-প্যাসিফিক ভিশন তৈরি করা হয়নি দাবি করে স্টোন বলেন, ‘এখানে যেকোনও দেশ যোগ দিতে পারে।’

রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এরজন্য মিয়ানমারকে চাপ দিয়ে যাবো।’

বিভিন্ন দেশের সঙ্গে অবরোধসহ বিভিন্ন শাস্তিমূলক বিষয় নিয়ে তার দেশ কাজ করছে জানিয়ে স্টোন বলেন, ‘নিজেদের ভূমিতে ফেরত যাওয়াটা রোহিঙ্গাদের অধিকার।’

Related Articles

Leave a Reply

Back to top button