জাতীয়

সিনহা হত্যা: এসপি মাসুদকে আসামি করার আবেদন খারিজ

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায়
আসামি হিসেবে অর্ন্তভূক্ত করতে মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এর দায়ের করা আবেদনটি খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় এমন তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

তিনি জানান, এ মামলার নির্ধারিত ধার্য্য দিন ছিল না বৃহস্পতিবার। এরপরও একটি আবেদন করলে আদালতে তার শুনানী হয়েছে। বাদীর গৃহিত পদক্ষেপ তদন্তাধীন মামলার সাথে সঙ্গতিপূর্ণ না হওয়ায় আদালত বাদীর আবেদনটি খারিজ করে দিয়েছেন।

এ নিয়ে আদালত বলেছেন, তদন্তাধীন মামলার বিষয়ে কেউ প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ক্ষমতা তদন্তকারি কর্মকর্তার হাতে রয়েছে।

তিনি বলেন, সিনহা হত্যা মামলায় অনুরূপভাবে এপিবিএনের ৩ সদস্য এবং পুলিশের মামলার ৩ সাক্ষীকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জৈষ্ঠ্য বিচারকি আদালত (সদর-৪) তামান্না ফারাহ’র আদালতে এই আবেদনটি দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button