জাতীয়

র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে লিগ্যাল নোটিশ

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে লিগ্যাল নোটিশ দিয়েছে এক ব্যবসায়ীকে। ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা হিসেবে আদায় করা ১৫ লাখ টাকা ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে নোটিশে।

যদিও তার বিরুদ্ধে এমন লিগ্যাল নোটিশ নতুন নয়। এরআগেও একাধিকবার তাকে এ ধরনের নোটিশ পাঠানো হয়েছিল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে, পুরান ঢাকার ব্যবসায়ী এম এম এন্টারপ্রাইজের মালিক মাকসুদুল আলম মাসুদের পক্ষে নোটিশটি পাঠান আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

লিগ্যাল নোটিশের বিষয়ে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বিভিন্ন জায়গায় ভেজাল খাদ্যদ্রব্য, ভেজাল ওষুধ, ভেজাল প্রসাধনী এবং ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। প্রশ্ন হচ্ছে এসব অভিযান পরিচালনা করার এখতিয়ার তার আছে কি-না?

এসব প্রশ্ন তুলে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে জরিমানা হিসেবে আদায় করা ১৫ লাখ টাকাও ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে।এছাড়া র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বাইরে অন্য কোনও সংস্থার সঙ্গে মিলে অভিযান পরিচালনা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে নোটিশে।

Related Articles

Leave a Reply

Back to top button