জাতীয়

স্কুল খুললে ঝুঁকি বিবেচনায় পালাক্রমে ক্লাস নেওয়া হবে: সচিব

প্রাথমিক বিদ্যালয় খুললে ঝুঁকি বিবেচনায় পালাক্রমে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম হোসেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, করোনার প্রকোপ কমলে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে।  খোলার আগে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষককে কিছু গাইডলাইন অনুসরণ করতে হবে বলে আমরা জানিয়ে দিয়েছি।  সেগুলো হচ্ছে, স্কুলগুলো পরিষ্কার করতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। নিরাপত্তার জন্য মাস্ক নিশ্চিত করতে হবে।

সচিব বলেন, গাইডলাইন অনুযায়ী যে সব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে শিফটিং করতে হবে। একদিন এক শ্রেণিকে আনলে পরের দিন আরেক শ্রেণিকে আনতে হবে। এসব বিষয় বিবেচনা নিয়ে স্কুল খোলার পরিকল্পনা করবে। এই পরিকল্পনায় প্রত্যেক স্কুলের জন্য সহায়তা করবেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা। পরিকল্পনা অনুযায়ী স্কুলগুলো পরিচালিত হচ্ছে কি না? সেটিও তিনি তদারকি করবেন।

কবে নাগাদ খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যখন আমরা মনে করবো যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, স্কুলগুলো খোলার মত পরিবেশ তৈরি হয়েছে। স্কুলের প্রধানশিক্ষকরা গাইডলাইন অনুযায়ী প্রস্তুত তখন মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নিবে।

তবে এখন পর্যন্ত স্কুল খোলার পরিবেশ তৈরি হয়নি বলে জানান সচিব। বিশেষ করে গ্রাম- রুট লেভেলে যে স্কুলগুলো আছে সেখানে এখনও পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের নির্দেশনা অভিভাবকদের মেনে চলার নির্দেশিকা পাঠানোর নির্দেশও পাঠিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েল উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি  নির্দেশনা জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button