আন্তর্জাতিক

করোনা শনাক্তের বিশ্বরেকর্ড গড়লো ভারত

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্তের বিশ্বরেকর্ড গড়লো ভারত। শুক্রবার (২৮ আগস্ট) দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছিল ৭৭ হাজার ২৫৫ জনের। সে রেকর্ড ভাঙলো ভারত।

শনিবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৫৭ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬১ হাজার ৫২৯ জনে। মোট শনাক্ত ৩৩ লাখ ৮৭ হাজার ৫শ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৫ লাখ ৮৪ হাজার। এর আগে এক দিনে সর্বোচ্চ ১০ লাখের বেশি নমুনা পরীক্ষার রেকর্ড গড়ে ভারত। মৃত্যুর সংখ্যায়ও প্রতিদিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোকে হার মানাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

Related Articles

Leave a Reply

Back to top button