জাতীয়

এবারের আশুরায় তাজিয়া-শোক মিছিল নিষিদ্ধ

করোনা ভাইরাস পরিস্থিতিতে আগামী ৩০ আগস্ট আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় সব ধরনের তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর–ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে সম্মানিত ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। অনুষ্ঠানস্থলে ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি, দা  ইত্যাদি বহন সম্পূর্ণ  নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে ফোটানো যাবে না আতশবাজি ও পটকা।

এই আদেশ আশুরা উপলক্ষে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button