আন্তর্জাতিক

ভারতের রায়গড় শহরে পাঁচতলা ভবন ধসে মৃতের সংখ্যা ১১

ভারতের মহারাষ্ট্র রাজ্যে পাঁচতলা ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নীচ থেকে ছয় পুরুষ ও পাঁচ নারীর দেহ টেনে বের করেছে। আরও ১৭ জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (২৪ আগস্ট) রাজ্যের রায়গড় শহরে এই ভবনটি ধসে পড়ে।

এর আগে মঙ্গলবার সকালে ধ্বংসস্তুপ থেকে ৪ বছরের এক শিশুসহ ৬০ জনকে উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। ঘটনার সময় ৭৫ জন বের হয়ে আসতে সক্ষম হয়েছে, বলছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে , বাড়িটি ১০ বছরের পুরোনো। পাঁচ তলা ওই ভবনটিতে ৪৫টি ফ্ল্যাট ছিল এবং অধিবাসী ছিল ৯৫ জন।

ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশেষায়িত সরঞ্জাম এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে তিনটি দল।

Related Articles

Leave a Reply

Back to top button