সাহিত্য ও বিনোদন

শিশুশিল্পী থেকে এবার বড় পর্দায় নায়িকা হয়ে আসছেন দীঘি

বড় পর্দায় শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা দীঘি এবার ফিরছেন নায়িকা হিসেবে।সম্প্রতি শাপলা মিডিয়ার দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে। অপর ছবিটির নাম ‘ধামাকা’ দুটি ছবিতেই দীঘির বিপরীতে থাকছেন উঠতি নায়ক শান্ত খান।

দীঘির মা প্রয়াত দোয়েল ও বাবা সুব্রত দুজনই চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। বাবা-মায়ের দেখানো পথ ধরেই ঢালিউড নায়িকা হিসেবে যাত্রা শুরু করছেন দীঘি। নায়িকা হিসেবে নতুন ছবিতে আত্মপ্রকাশের নিয়ে দীঘি বলেন, ‘প্রথম থেকেই আমি কোন ছবি করবো কোনটা করবো সেই সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। আমি বাবার কথায় চুক্তিবদ্ধ হতে রাজি হয়েছি।’

শিশুশিল্পী হিসেবে ‘লীলা মন্থন’, ‘দ্য স্পিড’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘রিকসাওয়ালার ছেলে’, ‘অবুঝ শিশু’, ‘১ টাকার বউ’, ‘বাবা আমার বাবা’, ‘সাজঘর’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘কাবুলিওয়ালা’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন দীঘি।

Related Articles

Leave a Reply

Back to top button