জাতীয়

সিনহা হত্যা: পুলিশের ৩ সাক্ষী আরও ৪ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গ্রেফতার পুলিশের করা মামলার ৩ সাক্ষীকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ ৩ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড পাওয়া এই ৩ আসামি হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াছ।

এর আগে প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে গত ২০ আগস্ট র‌্যাবের পক্ষ থেকে নতুন করে রিমান্ড আবেদন না করায় একই আদালত ৪ পুলিশসহ এই ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে গতকাল সোমবার মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস, টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. লিয়াকত, বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিতসহ ৭ পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button