করোনাজাতীয়

প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা বাতিল

এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী (পিইসি) ও মাদরাসা বোর্ডের ইবতেদায়ী পরীক্ষা, করোনা পরিস্থিতির কারণে হচ্ছে না। প্রাথমিকও গণশিক্ষা মন্ত্রণালয়ের এমন প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষা বাতিল করা হলেও এ বছর মেধাবৃত্তিও না দেয়ার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম হোসেন এ বিষয় গণমাধ্যমে ব্রিফিং করবেন।

সারা দেশে চলমান করোনা ভাইরাস মহামারিতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নিয়ে বুধাবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রস্তাব পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত আসলো।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষাটা বিদ্যালয়ে নেয়ার চিন্তাভাবনা করছি। এর আগে এটা কেন্দ্রভিত্তিক নেয়া হতো। এটা না করে স্ব স্ব বিদ্যালয়ে, যাতে করে জমায়েতটা বেশি না হয়, আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত না হয়, এরকম চিন্তাভাবনা আমরা করছি।’

নিজ নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেয়ার পাশাপাশি বিকল্প প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘চার-পাঁচটি প্রস্তাব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেটি অনুমোদন দেন সেভাবেই হবে।।

Related Articles

Leave a Reply

Back to top button