জাতীয়

সিনহা হত্যার ঘটনায় জেল গেটে ৪ আসামিকে জিজ্ঞাসাবাদ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা ৭ আসামির মধ্যে ৪ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী সংস্থা র‍্যাবের কর্মকর্তারা।

বাকি তিন আসামি টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দ দুলালকে যেকোনো সময় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্যমতে, সিনহাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোষ্টে গাড়ি থেকে নামতে বলে গুলি ছুঁড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী।

এ ঘটনায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বোন। ইতোমধ্যে সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

দুই আসামি পলাতক থাকলেও তিনজনকে রিমান্ড ও ৪ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button