জাতীয়

জামিন পেলেন মেজর সিনহার সহযোগী সিফাত

কক্সবাজারের টেকনাফে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহকর্মী, শাহেদুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছে আদালত।

৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে তল্লাশির সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে পুলিশ গুলি করলে তার মৃত্যু হয়। সিনহা মোহাম্মদ রাশেদের শুটিং টিমের দুই সদস্যের বিরুদ্ধে টেকনাফ এবং রামু থানায় মামলা করে পুলিশ।

এর মধ্যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রোববার জামিন পেয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী, চলচ্চিত্র নির্মাতা শিপ্রা দেবনাথ। সিনহার আরেক সহকর্মী শাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়ার মামলা করা হয়। তার জামিন এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন আইনজীবীরা। সকালে শুনানি শেষে সিফাতের জামিন মঞ্জুর করে কক্সবাজারের আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button