জাতীয়সাহিত্য ও বিনোদন

মজুমদার দম্পতি করোনায় আক্রান্ত

নিউজনাউবাংলা ডেস্ক ঃঃজনপ্রিয় শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার কোভিড-১৯ আক্রান্ত। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন।
রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৪ জুলাই ফেরদৌসীর করোনা উপসর্গ দেখা দেয়, পরে ১৮ জুলাই টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ আসে। তার এক সপ্তাহ পর আমারও জ্বর জ্বর অনুভব হয়, তখন আমার টেস্ট করানোর পর পজিটিভ রেজাল্ট আসে।

এখন দুজনই সুস্থ আছেন। তবে করোনার উপসর্গ দূর হয়নি এখনো। তারা দুতিন দিনের মধ্যে আবারও টেস্ট করাবেন।

মঞ্চের পাশাপাশি তিনি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার রামেন্দুকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

রামেন্দু মজুমদারের জন্ম ১৯৪১ সালের ৯ আগস্ট লক্ষ্মীপুরে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (অনার্স) ও এমএ পাস করেন।

রামেন্দু মজুমদার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক সভাপতি।
ফেরদৌসী মজুমদার পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

Related Articles

Leave a Reply

Back to top button