রাজনীতি

শেখ কামালের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, আবাহনী লিঃ ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মী, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১ তম শুভ জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার ৫আগষ্ট সকালে সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন

নেতৃবৃন্দ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ নতুন প্রজন্ম কে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে শেখ কামালের বহুমাত্রিক প্রতিভা অনুসরণ করার আহবান জানান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ম, আবদুর রাজ্জাক, দেবাশীষ বিশ্বাস,খায়রুল হাসান জুয়েল, আরিফুল ইসলাম টিটু,কৃষিবিদ মাহবুবুল হাসান, আব্দুল্লাহ আল সায়েম, আনোয়ারুল আজিম সাদেক প্রমুখ।

 

Related Articles

Leave a Reply

Back to top button