সাহিত্য ও বিনোদন

চলে গেলেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক সাত্তার

না ফেরার দেশে চলে গেলেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক সাত্তার। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

খবরটি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানও নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লেখেন, চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য চিত্রনায়ক সাত্তার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন।

এ ছাড়াও এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, সাত্তার ভাই একসময়ে জনপ্রিয় নায়ক ছিলেন। বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। তার চিকিৎসা চলছিল। কিন্তু সবাইকে কাঁদিয়ে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

Related Articles

Leave a Reply

Back to top button