ঈদ উল আজহায় স্টেশন বাংলার বিশেষ আয়োজন
ঈদ উদযাপনে অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠেছে গণমাধ্যমের নানা আয়োজন। করনাকালে এবারের ঈদুল আজহায় মূলধারার গণমাধ্যমের পাশাপাশি বিশেষ আয়োজন করেছে অনলাইন মাধ্যমগুলো।
‘বিশ্বজুড়ে বাঙালির তথ্য-বিনোদন মাধ্যম’ ‘স্টেশনবাংলা’ ঈদের আগের রাত থেকে তিনদিনের আয়োজন সাজিয়েছে। এরমধ্যে রয়েছে নিয়মিত আয়োজন ‘গানেরস্টেশন’ এর তিনটি বিশেষপর্ব। শিল্পী জয়িতার সঞ্চালনায় শুক্র থেকেরোববার প্রতিদিন রাত সাড়ে নয়টায় অনুষ্ঠান গুলোহবে। ঈদের আগের দিন শুক্রবার রাতের অতিথি শিল্পী নবনীতা চৌধুরী। ঈদের দিন শনিবার রাতের অতিথি সাহানা বাজপেয়ী এবং ঈদেরপর দিন রোববার রাতের অতিথি পশ্চিবঙ্গের কলকাতার শিল্পী নীলদত্ত।
ঈদের আগের দিন শুক্রবার রাত ৮টায় আজরা মাহমুদ এর সঞ্চালনায় সাক্ষাৎকার অনুষ্ঠান ‘স্টেশনেমুখোমুখি’তে অতিথি হয়ে আসছেন অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকির আহমেদ।
শিশুদের নিয়ে ‘স্টেশনবাংলা’য় থাকছে নিয়মিত আয়োজন, ছোটদেরস্টেশনএর বিশেষপর্ব। ঈদের দিন শনিবার বিকেল সাড়ে চারটায় অমিয়া অমানিতার সঞ্চালনায় এ আয়োজনে গান শোনাবে সুনেহরা সারাফাত সুপ্রীতা, ড্রয়িংও এনিমেশন দেখাবে সুমায়েল দুনিয়ানা হোসেন, আবৃত্তিকার বেলাইয়িন লাবিবালীন এবং নাচ দেখাবে অভিনন্দা বসু।‘স্টেশনবাংলা’র ফেইসবুক পেইজ এবং ইউটিউবে আয়োজন গুলো সরাসরি সম্প্রচারহবে। অনলাইন প্লাটফর্মটির পরিচালক আজহারুল হক আজাদ জানিয়েছেন, ‘স্টেশনবাংলায় ঈদুল আজহা’য় দেশীয় পোশাক মেলাও করছে ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন এফইএবি। ‘স্টেশনবাংলা ’সপ্তাহ জুড়ে গান, আবৃত্তি ,আলোচনা, প্রবাসীপর্ব ,লাইফস্টাইলও শিশুদের নিয়ে নিয়মিত আয়োজন করে আসছে। ‘গানেরস্টেশনে’ এরই মধ্যে অতিথি হয়ে এসেছেন কলকাতার বিশিষ্ট শিল্পী শ্রীকান্ত আচার্য, রুপঙ্কর বাগচী, বাংলাদেশের ফাহমিদা চৌধুরি, হাবিব ওয়াহিদ এবং রাহুল আনন্দের মতো শিল্পীরা।