বিবিধ
কাটাছেড়া ছাড়াই দেশে ওপেন হার্ট সার্জারী করা যাচ্ছে।
রেহানা বেগম মীম
বুকে কোনো রকম কাটাছেড়া ছাড়াই বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করা যায় এটা এখন বাস্তব। প্রথমবারের মত গতকালই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি)-তে ১২ বছর বয়সী এক কিশোরীর সফল অপারেশন সম্পন্ন করেন ডাঃ সিয়ামের নেতৃত্বে ১০ জনের একটি টিম। রোগীটিকে আজকেই পুরো সুস্থ মানুষের মতো খাওয়া দাওয়া করতে দেখা গেছে।
“মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি’ সম্পন্ন করা হয়েছে। দেশের কোনো সরকারি হাসপাতালে এটি এ ধরনের প্রথম সার্জারি। আর এই যন্ত্রপাতি গুলোর জন্য “বিশেষ বরাদ্দ” দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি’র ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারির বিকল্প হিসেবে বুকে একটি ছোট ছিদ্র করে অপারেশন করা হয়। এতে বুকের হাঁড় কাটতে হয় না। চিকিৎসকরা পাঁজরের মাঝখানে ছিদ্র করে কাজ করেন। এতে ব্যথা কম হয় এবং রোগীও দ্রুত সেরে ওঠে।