জাতীয়

এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আগেই সতর্ক করেছে জাতিসংঘ। তারা বলছে বাংলাদেশে এবার বন্যা দীর্ঘ মেয়াদী হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমনটিই জানালেন। তিনি বলেছেন, এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে।

এজন্য দেশের এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিজের দলের নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

রবিবার (২৬ জুলাই) বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলের নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। সে হিসাবেই সব প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থেকে কাজ করতে হবে।

এসময় তিনি দলের স্থানীয় নেতাদের নিজ নিজ এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করার নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button