জাতীয়

সরকারকে ‘অবৈধ সরকার’ বলে আখ্যায়িত করে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা

রায়হান আহমেদ

বর্তমান সরকারকে ‘অবৈধ সরকার’ বলে আখ্যায়িত করা বিএনপির সংরক্ষিত নারী আসনের সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়েছেন।

 গেল ৩ আগস্ট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন করেন। জাতীয় সংসদের প্যাডে পাঠানো ওই চিঠিতে রুমিন ফারহানা লিখেছেন- ‘ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই।’ চিঠিটিতে তিনি আরও বলেন, ‘ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’ আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব বলেও চিঠিতে উল্লেখ করা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েই রুমিন ফারহানা বলেন, ‘এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। সংসদ গঠিত হওয়ার পর আমি দ্ব্যর্থহীন ভাষায় এই সংসদকে অবৈধ বলেছি। আমি এখনও তা বলছি।’ এরপর সংসদে বক্তব্য দিতে গিয়ে চলমান সংসদকে অবৈধ বলা ছাড়াও সরকারের সমালোচনায় মুখর এই সংসদ সদস্য। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও একাধিকবার বক্তব্য রেখেছেন তিনি। একাদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পায়। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দেয়। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান। তবে, তিনি মনোনয়ন পাননি। মনোনয়ন দেয়া হয় উকিল আবদুস সাত্তারকে। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button