করোনাজাতীয়

বিদেশযাত্রায় ২৩ জুলাই থেকে করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক

সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারী সকল এয়ারলাইন্সের যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

গত ১২ জুলাই এ বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় যাত্রীদের করোনা মুক্ত সনদ নিয়ে বিদেশ গমনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিদেশ গমনেচ্ছু যাত্রীদেরকে করোনাভাইরাস পরীক্ষা সংক্রান্ত বেশকিছু নির্দেশনাবলী পালনের জন্য অনুরোধ করেছে।

নিয়মগুলো হলো:
১. বিমান যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।
২. নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
৩. বিদেশ গমনেচ্ছুরা করোনা পরীক্ষার নিমিত্ত নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন।
৪. নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।
৫. বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৪ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button