আন্তর্জাতিক

তৃতীয়বার বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

‘দেশের স্বার্থে’ আবারও নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন।

করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ায় কারণে দ্বিতীয়বার নিজের বিয়ে পেছান। আগামী মাসে ইউরোপীয় কাউন্সিলের সভায় যোগ দিতে এবার তিনি তৃতীয়বারের মতো বিয়ের দিন স্থগিত করেছেন। বৃহস্পতিবার নিজের এক ইনস্টাগ্রাম পোস্টে এ খবর জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমিকের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন ফ্রেডিরিকসন। সেখানে বলেছেন, দারুণ এই মানুষটির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে সত্যিই আমি সামনের দিকে তাকিয়ে। তবে স্পষ্টতই এটা সহজে হচ্ছে না। আমরা জুলাই মাসের যে শনিবারে বিয়ের দিন ঠিক করেছি, সেদিনই ব্রাসেলসে ইইউয়ের বৈঠক।

আগামী ১৭ থেকে ১৮ জুলাই ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হবে। ব্রাসেলসের ওই বৈঠকে ২৭ সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন। গত সপ্তাহে ভার্চুয়াল এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button